সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গণপিটুনিতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গণপিটুনিতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গণপিটুনিতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহতের বয়স আনুমানিক ৫২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।  

স্থানীয় বাসিন্দারা জানান, গত এক মাসে সীতাকুণ্ডে ১৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধরতে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যেগে পাহারা বসানো শুরু করে। ভোরে ডাকাতদের পাহারায় থাকা লোকজন মান্দারীটোলার দিকে কয়েকজনকে আসতে দেখতে পেয়ে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেন। মাইকের ঘোষণার পর চারদিক থেকে স্থানীয় লোকজন গিয়ে তাদের ধাওয়া দেন। পরে এদের মধ্যে একজনকে ধরতে পেরে তাকে গণপিটুনি দেওয়া হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, তাদের টহল পুলিশ নডালিয়া থেকে বেড়িবাঁধ হয়ে বাড়বকুণ্ডের দিকে যাচ্ছিল। এসময় ১৩-১৪ জন ডাকাতকে ক্যাপিট্যাল গ্যাস ফিল্ডের কাছে তাদের ধাওয়া করে। নিহত ডাকাত ছাড়া বাকি সবাই নৌকাযোগে সন্দ্বীপ চ্যানেলে পালিয়ে যায়। লোকালয়ে ঢুকে ওই ডাকাত গণপিটুনির শিকার হয়ে মারা যান। 

সুমন বণিক আরও বলেন, তাদের ধারণা, নিহত ওই ডাকাতসহ পুরো চক্রটি সন্দ্বীপ থেকে নৌকাযোগে সীতাকুণ্ডে এসে ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রীতম চক্রবর্তী বলেন, ওই ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার দুটি কান কেটে দেওয়া হয়েছে। মাথায়, মুখসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় আঘাতে ও রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।