করোনায় আক্রান্ত বৃটেনের প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত বৃটেনের প্রধানমন্ত্রী

পোস্টকার্ড ডেস্ক।।

করোনায় আক্রান্ত হয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলে জানা গেছে। বরিস নিজেই এক ভিডিও বার্তায় তার আক্রান্ত হওয়ার এ খবর জানান।

এ সময় ভিডিও বার্তায় তিনি জানান, তার করোনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। সে জন্য তিনি স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন।  

প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২৪ হাজার মানুষ। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২৮ হাজার ৬২ ০ জন। করোনায় চীনের পর সবচে দুঃসময় পার করছে  ইতালি, স্পেন, ইরান ও যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে ইতালি ইতোমধ্যে চীনকে ছাড়িয়ে গেছে। আর বিশ্বে সবচে বেশি আক্রান্ত মানুষ যুক্তরাষ্ট্রে।