আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাথায় উঠিয়ে রাখব, গৌরবান্বিত বোধ করছি -ডা. জাফরুল্লাহ

আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাথায় উঠিয়ে রাখব, গৌরবান্বিত বোধ করছি -ডা. জাফরুল্লাহ
আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাথায় উঠিয়ে রাখব, গৌরবান্বিত বোধ করছি -ডা. জাফরুল্লাহ

পোস্টকার্ড ডেস্ক ।।

উদ্বোধন হয়ে গেছে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর। সেতুর উদ্বোধন উপলক্ষ্যে মুন্সীগঞ্জের মাওয়ায় শনিবার সকালে সুধী-সমাবেশে যোগ দিয়েছেন মন্ত্রী, সচিব, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুষ্ঠান শেষ হয়েছে। টোল দিয়ে সেতু পার হয়ে সেতুর ফলক উন্মোচন করলেন সরকারপ্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে সকালে লুঙ্গি পরে হুইলচেয়ারে করে মাওয়া প্রান্তে সমাবেশস্থলে হাজির হন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি দুটি দাবি জানান।

তিনি বলেন, "আজকে আমাদের স্বপ্ন, আমাদের যোগসূত্র, প্রধানমন্ত্রী সাহসী উদ্যোগ দেখতে পাচ্ছি, সেজন্য আমরা আনন্দিত। তবে ওনার কাছে আমার একটাই আবেদন থাকবে, এই পদ্মা সেতু দিয়ে অ্যাম্বুলেন্সের যেন টোল ফ্রি থাকে, আর বিদেশিদের জন্য ডবল ট্যাক্সের ব্যবস্থা থাকে।"

পদ্মা সেতুর নাম 'হাসিনা সেতু' দেওয়ার দাবি উঠলেও প্রধানমন্ত্রী তা নাকচ করায় তাকে সাধুবাদ জানান তিনি।

"উনার প্রজ্ঞাটা অন্য কারণে, সবাই উনাকে বলছিল- এটার নাম হাসিনা ব্রিজ করা হোক। উনি করেননি, উনি করেছেন পদ্মা ব্রিজ", বলেন জাফরুল্লাহ।

শেখ হাসিনা বঙ্গবন্ধুর মত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী একটা বিরাট কাজ করেছেন। ভয়ানক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। উনার পিতা যেমন একটা প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন ৭-ই মার্চ, উনি আজকে তাই করেছেন।"

"এটা ভবিষত সুদূর প্রসারি..., প্রমাণ করেছেন উনি, সাহসী। উনি জাতিকে যে উপহার দিয়েছেন, আমরা তাকে মাথায় উঠিয়ে রাখব। আমরা গৌরবান্বিত বোধ করছি।"

তিনি আরও বলেন, "উনি বড় কাজগুলো করেই ফেলেছেন। এখন উনাকে নজর দিতে হবে দেশের ছোট মানুষগুলোর দিকে। উনার দীর্ঘায়ু কামনা করছি, উনার সুস্থতা কামনা করছি। আমরা একত্রে মিলে সুন্দর বাংলাদেশের অব্যাহত স্বপ্ন দেখছি।"

খালেদ / পোস্টকার্ড ;