সিভাসুর ল্যাবে করোনায় চট্টগ্রামে নতুন শনাক্ত ৭, সীতাকুণ্ডে ১ লক্ষ্মীপুর ৬ জন

সিভাসুর ল্যাবে করোনায় চট্টগ্রামে নতুন শনাক্ত ৭, সীতাকুণ্ডে ১ লক্ষ্মীপুর ৬ জন

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রামে টানা ৫দিন ক্রমাগতভাবে বাড়তে থাকা সংক্রমণের ধারাবাহিকতায় শুক্রবার (৮ মে) সিভাসুর ল্যাবে শনাক্ত হয়েছে আরও ৭ জন। এর মধ্যে ১জন সীতাকুণ্ড উপজেলার, বাকি ৬ জন লক্ষ্মীপুর জেলার।

শনিবার (৯ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে করোনাভাইরাসের ২৫টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৩৫ বছর বয়সী একজন পুরুষ রোগী। লক্ষ্মীপুর জেলার ৬ রোগী সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নতুন করে শনাক্ত ১ জনসহ এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৭ জন। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৯ জন।