সীতাকুণ্ডে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সীতাকুণ্ডে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
সীতাকুণ্ডে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

এম কে মনির,সীতাকুণ্ড পৌর প্রতিনিধি ।।

আজ ৭১ তম বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৫০ সালের এই দিনে দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে ঘোষনা করে।এ উপলক্ষে সীতাকুণ্ডে বিশ্ব মানবাধিকার দিবসকে কেন্দ্র করে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সকালে সাকসেস হিউম্যান রাইটস এর উদ্যোগে এবং সীতাকুন্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সহযোগীতায় এ কর্মসূচী পালন করা হয়েছে। সকাল দশটায় এল কে সিদ্দিকি স্কয়ার এর সামনে থেকে সাকসেস হিউম্যান রাইটসের ব্যানারে একটি র‍্যালী বের করা হয়।র্্যালীটি সীতাকুন্ড বাজার প্রদক্ষিণ করে সীতাকুন্ড পৌরসভার সামনে এসে শেষ হয়।

এসময় র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুন্ড পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট স্থপতি ও সমাজসেবক কামরুদোজা।

সীতাকুন্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এম কে মনিরের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সীতাকুন্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, দৈনিক সাঙ্গু সীতাকুন্ড প্রতিনিধি সাংবাদিক নাছির উদ্দিন শিবলু,দৈনিক দেশবার্তা সীতাকুন্ড প্রতিনিধি সাংবাদিক মুসলিম উদ্দিন,মর্ডান হসপিটাল এর ম্যানেজিং ডিরেক্টর মোশারফ হোসেন,মেরি স্টোপস এর ব্যবস্থাপক ইমাম হোসেন স্বপন, মণিষার প্রধান নির্বাহী আজমল হোসেন হিরু,প্রত্যয় কোচিং সেন্টারের পরিচালক ফারহান সিদ্দিক নাঈম,যুব উন্নয়ন ফাউন্ডেশন এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তুষার চৌধুরী।

বক্তারা বলেন বিশ্বে বর্তমানে মানবাধিকার চরমভাবে বিপর্যস্ত।মায়ানমার অন্যায়ভাবে আমাদের দেশের উপর লাখ লাখ রোহিঙ্গা চাপিয়ে দিয়েছেন।আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন।যা বিশ্বে বিরল ঘটনা।

বক্তারা আরো বলেন মানবতার কাজে আমাদের এগিয়ে আসা উচিত।এই শীতে হতদরিদ্র বঞ্চিত মানুষদের সাহায্যে এগিয়ে আসা আমাদের কর্তব্য। মানবাধিকার দিবসের আলোচনা সভা ও র‍্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুন্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার,ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ আল হোসাইন আয়াস,আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন,তথ্য সম্পাদক ইফতেখার আলম ইমন,প্রচার সম্পাদক মেহেদী হাসান সাকিব,সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদিন,সহ সভাপতি সায়েদ উদ্দিন,অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন তারেক,কার্যকরি সদস্য আরিফুল ইসলাম,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল আজম প্রমুখ।অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন সাকসেস হিউম্যান রাইটস এর সীতাকুন্ড শাখার সভাপতি ইকবাল বাহার শিবলু।