সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন বদিউল আলম, মনছুর ও জহিরুল

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন বদিউল আলম, মনছুর ও জহিরুল
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন বদিউল আলম, আবুল মনছুর ও জহিরুল ইসলাম

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডের পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও সতন্ত্রসহ মেয়র পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিন জন। মঙ্গলবার মনোনয়ন জমার শেষ দিনে তিন প্রার্থী মনোনয়ন জমা দেন।

তারা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম (নৌকা), বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মনছুর (ধানের শীষ)। এছাড়া অপর প্রার্থী নাগরিক কমিটির সাংবাদিক জহিরুল ইসলাম (মোবাইল ফোন)।

তিন প্রার্থীর মনোনয়ন ফরম জমার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বুলবুল আহমেদ। আগামী বৃহস্পতিবার মনোনয়ন ফরম যাচাই বাচাই করা হবে।

জানা যায়, ২০১৫ সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা করে বিজয়ী হন বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। ওই সময় বিএনপি প্রার্থী ছিলেন মুক্তিযোদ্ধা আবুল মনছুর, জামায়াতের তৌহিদুল ইসলাম ও জাতীয় পার্টির নুরুন নবী ভূঁইয়া।

এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন- সাবেক মেয়র নায়েক (অব.) শফিউল আলম, ও সাবেক পৌর আওয়ামী লীগ সভাপতি সিরাজ উদৌলা সুট্টু। তবে ওই সময় ভোটের দুইদিন আগে বিদ্রোহী প্রার্থীদের উপর ও তাদের বাড়িঘরে পুলিশের উপস্থিতিতে হামলা শুরু হলে তারা মৌখিকভাবে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এসময় অন্যান্য দলের প্রার্থীরা ছিলো নিরবে।

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের প্রার্থীর কাছে বিএনপি প্রার্থী বিপুল ভোটে পরাজিত হবে। তারা সাংবাদিক হিসাবে একজন ডামি প্রার্থী দাঁড় করিয়েছেন বলে শুনেছেন তিনি। তবে এসকল ডামি প্রার্থী দাঁড় করে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন, আওয়ামী লীগ সরকার পৌর এলাকায় বিগত সময়ে ব্যাপক উন্নয়ন করেছেন। সেই হিসাবে এবার নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি।

সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, ‘আমি সতন্ত্র নাগরিক প্রার্থী কমিটির প্রার্থী, আমি নির্দলীয়, সকল দলের কর্মি সমর্থকরা আমাকে ভোট দিবে, আমিই বিজয়ী হবো।

বিএনপির প্রার্থী আবুল মনছুর বলেন, নির্বাচন সুষ্ট হলে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না। দলের মধ্যে কোন বিদ্রোহী প্রার্থী নেই বলে জানান তিনি।