চীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী'র নির্দেশনা

চীন  প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী'র নির্দেশনা
চীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ

পোস্টকার্ড প্রতিবেদক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন প্রবাসী নাগরিকরা ফিরতে চাইলে তাদের দেশে ফিরিয়ে আনতে নির্দেশনা দিয়েছেন ।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে করা হবে। আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে আজকে দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রনয়ণ।’

প্রসঙ্গত, গত বছরের শেষদিকে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানের একটি সিফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হয়। উহান থেকে ভাইরাসটির প্রাদুর্ভাব চীনের রাজধানী বেইজিং, বৃহত্তম শহর সাংহাইয়ের পাশাপাশি থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডা পর্যন্ত পৌঁছে গেছে। এই রোগ বিস্তার কেন্দ্র করে চীনা ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। উহান শহর থেকে নিজ দেশে ফেরা ব্যক্তিদের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। উহান থেকে কানাডায় ফেরা এক ব্যক্তির শরীরে ভাইরাসটি পাওয়া গেছে। পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি বুধবার টরেন্টোতে ফেরার একদিন পর শ্বাসযন্ত্রের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও প্রায় ৩ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কমিশন।