খালেদ সরফুদ্দীন এর ১০ ম কবিতার বই স্বর্গে যাবে না কবি একা পাওয়া যাচ্ছে একুশের বই মেলায় 

খালেদ সরফুদ্দীন এর ১০ ম কবিতার বই স্বর্গে যাবে না কবি একা পাওয়া যাচ্ছে একুশের বই মেলায় 
খালেদ সরফুদ্দীন এর ১০ ম কবিতার বই স্বর্গে যাবে না কবি একা পাওয়া যাচ্ছে একুশের বই মেলায় 

মেজবাহ খালেদ ।।

যুক্তরাস্ট্র প্রবাসী কবি, সাংবাদিক,লেখক, ছড়াকার পোস্টকার্ডবিডি.কম এর প্রধান সম্পাদক, ইউ এস বাংলা নিউজ২৪.কম এর নির্বাহী সম্পাদক খালেদ সরফুদ্দীন এর ১০ ম কবিতার বই স্বর্গে যাবে না কবি একা  পাওয়া যাচ্ছে অমর একুশে বই মেলায়। আ‌দিগন্ত প্রকাশন বইটি প্রকাশ করেছেন। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন মনিরুজ্জামান পলাশ ।

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর গ্রামে লেখকের জন্ম । লেখালেখি শুরু বাংলাদেশে থাকতেই আশি দশকের শুরুর দিক থেকে। আশির দশকের জনপ্রিয় শিশু সংগঠক , ছড়া সাহিত্যিক ও কবি। সরফুদ্দীন খলেদ জসিম নামেই লিখতেন স্কুল জীবন থেকে । প্রথম লেখা প্রকাশিত হয় স্বাধীন বাংলার প্রথম দৈনিক আজাদী'র আগামীদের আসরে । নিয়মিত ছড়া, কবিতা লিখতেন ছোট কাগজ, স্থানীয় এবং জাতীয় পত্রিকাতে। পাশাপাশি ছিল সাংবাদিকতাও।

একজন সুস্থ চিন্তার মুক্তমনের মানুষ হিসেবে খেলাঘর , কচিকাঁচার মেলা , চাঁদের হাট ,কেন্দ্রীয় শাপলা কুঁড়ির আসর এবং সর্বশেষ কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাথে জড়িত ছিলেন । 

প্রচন্ড অভিমানী ও আত্মকেন্দ্রীক কবি আজানা এক রহস্যময় কারণে দীর্ঘদিন লেখলেখি থেকে বিরত ছিলেন । তাঁকে নোতুন ভাবে উপস্থাপন করেন প্রখ্যাত নাট্য নির্দেশক  আবু সাঈদ রতন । 

ইতিমধ্যে তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ যথাক্রমে, আগামী বৈশাখে রাঙাবো তোমায় (২০১৩) , তুমার মুখে ফুলচন্দন তুমি আমার আমি (২০১৪), ফুলেল স্বাক্ষী ফুলের বাগানে (২০১৫), বন্ধু মানে কি বন্ধু জানে কি (২০১৬), স্বপ্ন শিকারীদের অরণ্যবিহার (যৌথ কবিতার বই - ২০১৬), কুটুম কুটুম (২০১৭), বশীকরণ তাবিজ কথা (২০১৮), গল্পগ্রন্হ নীলছায়া (২০২০), খাস কথা । 

লেখক খালেদ সরফুদ্দীন প্রকাশিত বই 'স্বর্গে যাবে না কবি একা' থেকে একটা ছড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এক ক্ষুদে বার্তায় লিখেন,  

মরদ /

খা‌লেদ সরফুদ্দীন

সম‌য়ের আয়োজ‌নে

শুক‌নো মওশুম হায় ,

তারপরও তারা শুধু

‌বেগানা মরদ চায় !

‌কি করে টের পে‌লো

নারীর দরদ !

‌ডিগবা‌জি খায় শুধু

‌সেয়ানা মরদ !

‌সেয়ানা মরদ আজ

সব‌কিছু বু‌ঝে ,

‌কি খুজে পাগল হয়

সনাতন গম্বু‌জে !

অ‌ভিজাত রসায়‌ণে

আহ কি দরদ !

‌কিছু কিছু নারী পো‌ষে

‌বেগানা মরদ !

"""""""""""""""""""""""""""""""

হ্যাঁ , অব‌শে‌ষে আমার ১০ ম কবিতার বই এ‌সে গে‌লো ।

আ‌দিগন্ত প্রকাশন আজ বই‌টি স্ট‌লে রাখার সিদ্ধান্ত নিয়ে‌ছে । আমি মনে করি আমার পূর্বে প্রকা‌শিত বইগু‌লোর মধ্যে সেরা বই

" স্বর্গে যাবে না কবি একা "

প্রচ্ছদ শিল্পী / মনিরুজ্জামান পলাশ

২০২৩ একু‌শে বই‌মেলা`র

আ‌দিগন্ত প্রকাশন

৬২২ , ৬২৩ ও ৬২৪ # স্ট‌লে

দেখুন , পড়ুন ,বই হা‌তে একটা ছ‌বি তু‌লে

আমা‌কে ইনবক্সে পাঠা‌লে খু‌শি হ‌বো ।

খালেদ / পোস্টকার্ড;