কৃষক লীগ নেতার আকস্মিক মৃত্যূতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শোক

কৃষক লীগ নেতার আকস্মিক মৃত্যূতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শোক

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাণঘাতী মহামারির মহাদুর্যোগে মানুষ যখন মৃত্যুর সারিতে যুক্ত হচ্ছে, ঠিক এমনই এক দুঃসময়ে রবিবার (৭জুন)২০২০ ইং দিবাগত রাত পৌনে এক ঘটিকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যূবরন করেন কৃষক লীগ নেতা মোঃ ইব্রাহিম হোসেন।

সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য সচিব, সীতাকুণ্ড পৌরসভার সাবেক কমিশনার ও সোবহানবাগ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহীম হোসেন (৬০) রাত পৌণে এক ঘটিকায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি- রাজেউন)।জ্বর ও শ্বাসকস্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও করোনাভাইরাস-এ আক্রান্ত কি-না তা এখনো পরিস্কার নয়।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছোবহানবাগ এলাকার বাসিন্দা ছিলেন মোঃ ইব্রাহিম হোসেন ।আজ সকাল ৯ ঘটিকায় সীতাকুণ্ড বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

অত্যন্ত সহজ-সরল – ভদ্র – নম্র ও বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন মোঃ ইব্রাহীম হোসেন । সব সময় প্রচলিত অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তাঁর শক্তিশালী অবস্থান ছিল। পরিস্কার ভাবমূর্তির মানুষ ছিলেন মোঃ ইব্রাহিম।সমাজ বদলের রাজনীতিতে তিনি বিশ্বাসী ছিলেন।বাম রাজনীতির বলয় থেকে পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতার নিরিখে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর সহিত সম্পৃক্ত হ’ন।সীতাকুণ্ড উপজেলা কৃষক লীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন, সীতাকুণ্ডে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে তাঁর যথেষ্ট অবদান রয়েছে যা অনস্বীকার্য ।আনায়ারা জুট মিলে চাকরির সুবাদে শ্রমজীবীর মানুষের জন্যেও কাজ করেছেন।

একজন প্রগতিশীল ও বাস্তববাদী মুজিবাদর্শের সৈনিকের আকস্মিক মৃত্যুতে স্হানীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল ।

মোঃ ইব্রাহিম হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়ে মরহুমের বিদ্বেহী আত্নার মাগফেরাত ও পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ কৃষক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্হ ভ্যানগার্ড কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উল্মে কুলসুম স্মৃতি এমপি ও সাবেক সহ-সভাপতি এবং সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জননেতা মোস্তফা কামাল চৌধুরী, সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সীতাকুন্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব এস এম আল মামুন, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইন্জিঃ মোঃ আজিজুল হক, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মোঃ ওয়াহিদী, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ শামসুল আলম প্রমুখ নেতৃবৃন্দগণ।