আসছে এবার ‘পবন’!

আসছে এবার ‘পবন’!

পোস্টকার্ড প্রতিবেদক ।।

‘বুলবুল’র আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই নতুনরূপে এবার ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছেন ‘পবন’। পবনের জন্ম উত্তর ভারত মহাসাগরীয় এলাকায় (আরব সাগর ও বঙ্গোপসাগর)।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানিয়েছে, দ্রুত নতুন নামের তালিকা তৈরি করতে চায় উত্তর ভারত মহাসাগর অঞ্চলের আটটি দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান এবং মালদ্বীপ।

ইতোমধ্যে বাংলাদেশসহ আটটি দেশ, নিজদের মতো করে বেশ কিছু নাম ঠিক করে ফেলেছে। তার মধ্যে থেকেই বেছে নেওয়া হবে নতুন নাম।

সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণে ঘন ঘন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগর এবং বঙ্গোপসাগরে। তা নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা।