রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন আমেরিকান প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি ।।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন আমেরিকান প্রতিনিধি দল
আমেরিকান প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আমেরিকার হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের ৮ সদস্যসহ ১১ সদস্যের একটি মার্কিন প্রতিনিধি দল । প্রতিনিধি দলে নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কুতুপালং ১৮, ৪ ও বর্ধিত ৪নং মেগাক্যাম্পে মিয়ানমারে নির্যাতনের শিকার বেশ কিছু রোহিঙ্গার সাথে কথা বলেন। প্রথমে সকাল সাড়ে ১১টায় তারা কুতুপালং মেগা ৪ ও বর্ধিত ৪নং ক্যাম্পে নির্মাণাধীন শেড, আবাসস্থল ও মার্কিন সরকার এবং জাতিসংঘ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্র, ক্লিনিক ও লার্নিং সেন্টার ঘুরে দেখেন। পরে দলটি ১৮নং ক্যাম্পের সিআইসি অফিসে ২০ জন রোহিঙ্গা নারী ও পুরুষের সাথে কথা বলেন।

বৈঠকে অংশ নেয়া কয়েকজন রোহিঙ্গা জানান, প্রতিনিধি দলের সদস্যরা রাখাইনে রোহিঙ্গারা কী ধরনের নির্যাতনের শিকার হয়েছে, কিভাবে কোন পরিস্থিতির মুখে ঘর বাড়ি সহায় সম্বল ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তা জানতে চেয়েছেন।

প্রতিনিধি দলে রবার্ট মিলার ছাড়াও দূতাবাসের সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা রিচার্ড বারেট, রিফিউজি কো-অর্ডিনেটর ভেরোনিকা হন্স ওলিভিয়ার, যুক্তরাষ্ট্রের ব্যাপক গণহত্যা বিষয়ক হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের ডেলিগেশন টিমের সদস্য মিউজিয়ামের পরিচালক সারা বোলুমফিল্ড, পোলান্ডের সাবেক রাষ্ট্রদূত লি আন্ড্র ফেইনস্টাইন, আন্তর্জাতিক ভ্রমণ কর্মসূচির পরিচালক নাদিয়া ফিকারা, মিউজিয়ামের কনসালট্যান্ট ক্যামেরুন কেরেইগ হুডসন, কাউন্সিল সদস্য সোসান এরিকা, হুয়ার্ড ডি অনগার ও সাবেক অলিম্পিক টিম সদস্য চ্যারিন স্টোল অনগার উপস্থিত ছিলেন।