এনান্ডালে হয়ে গেলো কবিতার বৃষ্টি , ঘোষিত হলো ডিসি বইমেলা ২০২২

এনান্ডালে হয়ে গেলো কবিতার বৃষ্টি ,  ঘোষিত হলো ডিসি বইমেলা ২০২২
এনান্ডালে হয়ে গেলো কবিতার বৃষ্টি , ঘোষিত হলো ডিসি বইমেলা ২০২২

প্রবাস ডেস্ক ।।

রবিবার ২৬ জুন, এনান্ডালে হয়ে গেলো কবিতার বৃষ্টি। সেখানে ঘোষিত হয় ডিসি বইমেলা ২০২২ এর দিনক্ষণ।

আগামী ২৯ ও ৩০ অক্টোবর, বহুল প্রতিক্ষিত ডিসি বইমেলা ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে বইমেলার স্থান নির্ধারণ করা হয়েছে “হোটেল হলিডে ইন এক্সপ্রেস” স্প্রিংফিল্ডে , ভার্জিনিয়াতে। ডিসি বইমেলার ৩য় আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব বাংলা স্কুলের সভাপতি ( প্রাক্তন) আতিয়া মাহজাবীন নীতু নির্বাচিত হয়েছেন।

২৬ জুন, রবিবার বৃহত্তর ওয়াশিংটন ডিসির জনপ্রিয় অনুষ্ঠান ” গানের ছোঁয়ায় কবিতা” অনুষ্ঠানে ডিসি বইমেলার আয়োজকরা এই ঘোষণা করেন। এতে উপস্থিত ছিলেন ডিসি বইমেলার প্রধান উপদেষ্টা , ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান (প্রাক্তন) রোকেয়া হায়দার, যশস্বী নৃত্যশিল্পী ও অভিনেত্রী একুশে পদকপ্রাপ্ত লায়লা হাসান, উপদেষ্টা ও ডিসি বইমেলার প্রধান পৃষ্ঠপোষক মজহার উল হক, উপদেষ্টা সরকার কবির, উপদেষ্টা ডঃ নজরুল ইসলাম, উপদেষ্টা কবি আনিস আহমেদ, উপদেষ্টা এডঃ অমর ইসলাম ( প্রাক্তন সিনিয়র প্রসেকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, বাংলাদেশ) প্রমুখ।

ডিসি বইমেলার প্রথম আয়োজনের প্রথম প্রধান সমন্বয়ক স্থপতি আনোয়ার ইকবাল কচি, দ্বিতীয় আয়োজনের প্রধান সমন্বয়ক কবি সামিনা আমিন ও দস্তগীর জাহাঙ্গীর তুঘ্রীল এবছরের বইমেলার তারিখ ও প্রধান সমন্বয়ক আতিয়া মাহজাবীন নীতুর নাম ঘোষণা করেন। নব প্রজন্মের শিমুল মৌ এর প্রাণবন্ত উপস্থাপনায় বইমেলার তারিখ ঘোষণায় উপস্থিত সকলে তুমুল করতালিতে স্বাগত জানান।

নবনির্বাচিত প্রধান সমন্বয়ক আতিয়া মাহজাবীন নিতু তাঁর স্বাগত ও সংক্ষিপ্ত বক্তব্যে গত দুবারের মতো এবারের অনুষ্ঠিতব্য ডিসি বইমেলাকে সাফল্য মণ্ডিত করতে সকলের ও সকল সংগঠনের একান্ত সহযোগিতা কামনা করেন।


জনপ্রিয় অনুষ্ঠান “গানের ছোঁয়ায় কবিতা” য় কবিদের কবিতার বাদল নেমেছিল। প্রতিষ্ঠিত আবৃত্তি শিল্পী ও মোহময় গানের শিল্পীদের সমন্বয়ে পিনপতন নিরবতায় অনুষ্ঠানটি একটি মায়াবী আবেশ তৈরি করে ও উপস্থিত সকল শ্রোতাদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে প্রতিবারের মতন।

প্রয়াত সাংবাদিক, আবৃত্তিকার , অভিনেতা কাফি খান ও সাংবাদিক লেখক কবি ও শিল্পী দিলারা হাসেম স্মৃতিচারণ করে এক স্মরণ সভা ছিল এবারের একটি বিশেষ আয়োজন । স্মৃতিচারণ করেন লায়লা হাসান, মজহারুল হক, সরকার কবির উদ্দিন, রোকেয়া হায়দার ও দস্তগীর জাহাঙ্গীর। আতিয়া মাহজাবীন নিতুর দক্ষ পরিচালনায় আলোচক ও শ্রোতারা স্মৃতি কাতর হয়ে পড়েন। উপস্থিত ছিলেন মরহুম কাফি খানের জীবনসঙ্গিনী ও তিন সন্তানগণ।

ডিসি বইমেলার সাথে সংহতি প্রকাশে বাংলাদেশ রাইটারস ক্লাব ইউএস এর আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে কবি মিশুক সেলিম ও ছড়াকার খালেদ সরফুদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল অনুষ্ঠানে যোগ দেন।

আরো উপস্থিত ছিলেন সন্তোষ বড়ুয়া ও নুপুর চৌধুরী।

স্বরচিত কবিতা পাঠে অংশ গ্রহণ করেন যথাক্রমে • অমর ইসলাম • তানিম মোস্তফা • শাহনাজ ফারুক • ছড়াকার খালেদ সরফুদ্দিন • গৌতম দত্ত • ইশতিয়াক রুপু • আনোয়ার সেলিম, মিশুক সেলিম • ছড়াকার মনজুর কাদের • আনোয়ার ইকবাল কচি • আনিস আহমেদ • ড: রওনক আফরোজ • দস্তগীর জাহাঙ্গীর তুঘরীল। পর্বটি উপস্থাপনা করেন সামিনা আমিন ও শিমুল মৌ।

“গানের ছোঁয়ায় কবিতা”য় অংশগ্রহন করেন যথাক্রমে • আবৃত্তি হুমায়রা হায়দার – গান ক্লেমেন্ট স্বপন • আবৃত্তি ফয়সাল করিম -গানে শিমুল মৌ • আবৃত্তি ফাতিমা সিদ্দিক – গানে শামীম সেলিমুদ্দিন • আবৃত্তি সরকার কবিরুদ্দিন • আবৃত্তি – আতিয়া মাহজাবিন নীতু – গান দিনার মণি • আবৃত্তি সামিনা আমিন -গান দিনার মণি • আবৃত্তি শিমুল মৌ – গান দিনার মণি।

যন্ত্রসংগীতে সংগত করেন যথাক্রমে গীটারে রিচার্ড বোস অর্ঘ্য , বাঁশীতে মোহাম্মদ মাজীদ ও শব্দ নিয়ন্ত্রণে নাসিফ ফারহান নাফি।

সহযোগিতায় ছিলেন যথাক্রমে কামাল আহমেদ তুষার, আসিফ হাকিম দিপু ।

অনুষ্ঠানটির সম্পুর্ন ভিডিও ধারণ করেন ইন্তেখাব সিদ্দিক অরুপ তথা বৈশাখী ডালাস ও সাদিয়া চৌধুরী এন আর বি কানেক্ট।

খালেদ / পোস্টকার্ড ;