একুশে পত্রিকা সম্পাদকের রোগমুক্তি কামনায় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের দোয়া মাহফিল

একুশে পত্রিকা সম্পাদকের রোগমুক্তি কামনায় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের দোয়া মাহফিল
একুশে পত্রিকা সম্পাদকের রোগমুক্তি কামনায় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের দোয়া মাহফিল

পোস্টকার্ড ডেস্ক ।। 

একুশে পত্রিকা সম্পাদক ও চট্টগ্রাম ফিল্ড হসপিটালের উদ্যোক্তা জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ তালুকদার এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে সীতাকুণ্ড রিপোর্টাস ক্লাব। 

শুক্রবার বিকাল চারটায় সীতাকুণ্ড পৌরসদরের ইসলামিয়া মার্কেটস্থ সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। 

মিলাদ ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন উপজেলা সুপার মার্কট মসজিদের ইমাম মাওলানা রাকিব হোসাইন। 

দোয়া মাহফিলে বক্তারা বলেন, চারিদিকে যখন পেইড ও তোষামোদি সাংবাদিকতার ছড়াছড়ি তখন অন্যায়-অনিয়মের সাথে আপোষ না করে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার দ্বার খুলে দিয়েছেন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার। কেউ কেউ যখন নিজেদের স্বার্থে সত্যিকারের সাংবাদিকতার কবর রচনা করে, সাংবাদিকতা পেশার মান মর্যাদা জলাঞ্জলী দিয়ে দুর্নীতিবাজদের চাটুকারিতায় ব্যস্ত হয়ে পড়েছেন তখন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার সাহসী ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার স্কুল খুলেছেন। সেই স্কুলের নাম একুশে পত্রিকা। যেখানে সাহসীকতার সাথে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। সত্যের পথ থেকে তিনি এ চুল পরিমাণও পিছ পা হচ্ছেন না, দুর্নীতিবাজদের নানা প্রলোভনকে ছুড়ে মেরে তিনি অন্যায়ের বিরুদ্ধে শক্ত হাতে কলম ধরেছেন৷ 

শিল্পাঞ্চল সীতাকুণ্ডের বিভিন্ন অনিয়ম নিয়েও একুশে পত্রিকা গুরুত্ব সহকারে অসংখ্য প্রতিবেদন ছাপিয়েছে। যা সীতাকুণ্ডের গণমানুষের মনে স্থান করে নিয়েছে। উপকৃত হয়েছে বহু আমরা তার রোগমুক্তি কামনায় মহান আল্লাহর নিকট দোয়া করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সাংবাদিকতায় মনোনিবেশ করতে পারেন। আমাদের মাঝে ফিরে আসতে পারেন। 

বক্তারা আরও বলেন, একুশে পত্রিকা সম্পাদক একজন আপাদমস্তক সাংবাদিক। তার কাছ থেকে সাংবাদিকতা ও সাংবাদিকদের অনেক কিছু পাওয়ার আছে। ঘুণে ধরা সমাজের বহু কিছু শেখার আছে। কেননা একুশে পত্রিকার সাহসী প্রতিবেদন কেবল সমাজের চোখ খুলে দিচ্ছে না, অসংখ্য বিপদগামী,  অসহায় মানুষের বন্ধু হচ্ছে। আর এসবের মূল কারিগর সাংবাদিক আজাদ তালুকদার। তিনি কেবল একজন সম্পাদকই নন, চট্টগ্রামের বহু সংবাদকর্মীর বটবৃক্ষও। আমরা তার সফল চিকিৎসা কামনা করছি। মহান আল্লাহর কাছে একটিই ফরিয়াদ তিনি যেন আজাদ তালুকদারকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। 

দোয়া ও মিলাদ মাহফিলে একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার এম কে মনির এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মিজানুর রহমান ইউসুফ, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের আহব্বায়ক দৈনিক ভোরের কাগজের সাংবাদিক ইউসুফ খান, সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু, সময়ের আলোর প্রতিনিধি খালেদ মেজবাহ উদ্দিন, বিজয় টেলিভিশনের কামরুজ্জামান কামরুল, দৈনিক যুগান্তরের পাহাড়তলী প্রতিনিধি কবির শাহ দুলাল, বিজনেস বাংলাদেশের ফারহান সিদ্দিক, চট্টগ্রাম বুলেটিনের সম্পাদকীয় পরামর্শক রিমন আল ফাহাদ, দৈনিক আমার বার্তার জয়নাল আবেদীন, দৈনিক তৃতীয় মাত্রার মামুনুর রশীদ মাহিন, দৈনিক আজকালের খবরের ইমাম হোসেন ইমন, এশিয়ান টিভির রেজাউল ইসলাম পলাশ, সরেজমিন বার্তার মোঃ আব্দুল মামুন, বাংলাদেশ সমাচারের মোঃ মহিউদ্দিন, ঢাকা টাইমসের শেখ নাদিম, দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার এ কে অপু, অজয় নাল্টু পাল, সাংবাদিক সাজ্জদ হোসাইন, বিজয় টিভির ক্যামেরাপার্সন মোঃ মামুন, ভোরের আওয়াজ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি আওরঙ্গজেব চৌধুরী রাজু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী আহব্বায়ক মুজিবুর রহমান, পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ভোরের কাগজের পাঠক ফোরামের সাংগঠনিক সম্পাদক আলেয়া বেগমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার জটিল রোগ লিভার সিসোসিসে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতে চিকিৎসাধীন আছেন।

খালেদ / পোস্টকার্ড;