৮ লাখ ছাড়াল বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা

৮ লাখ ছাড়াল বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক।।

মহামারী করোনাভাইরাস বিশ্বজুড়ে থাবা বিস্তার করেছে। ২০০টিরও বেশি দেশে এটি প্রাণসংহারী রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন লাখো মানুষ। মারা যাচ্ছেন হাজার হাজার। 

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখের কোটা ছাড়িয়েছে। এ মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৯। এ পর্যন্ত মারা গেছেন ৩৮ হাজার ৭১৪ জন মানুষ। এবং সুস্থ হয়ে  বাড়ি ফিরে গেছেন এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ। 

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি শুরু থেকেই সারাবিশ্বের করোনা আক্রান্তদের তথ্য নিয়মিত সংগ্রহ ও সরবরাহ করে আসছে। 

এর মধ্যে, স্পেনে এ নিয়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ হাজার ১৮৯ জন মানুষ। এ মহামারীতে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪১৭ জন। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জাানিয়েছে,  স্পেনে নতুন করে আরও ৯ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এটা আগের দিনের তুলনায় প্রায় তিন হাজার বেশি। 

ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সময় পার করছে ইতালি। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৭৩৯ জন মানুষ। প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৫৯১ জন। ভয়াবহতায় ইতালির পরই স্পেনের অবস্থান। 

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার উৎপত্তি হওয়ার পর বিশ্বের ২০০টি দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতী এ ভাইরাস।