২৮ ফেব্রুয়ারী সীতাকুন্ডে অনুষ্ঠিতব্য দা’ওয়াতে খায়র ইজতিমার প্রস্তুতি চলছে , বাড়বকুণ্ডে মাঠ পরিদর্শনে সাবেক মেয়র মনজুর আলম

২৮ ফেব্রুয়ারী সীতাকুন্ডে অনুষ্ঠিতব্য দা’ওয়াতে খায়র ইজতিমার প্রস্তুতি চলছে , বাড়বকুণ্ডে মাঠ পরিদর্শনে সাবেক মেয়র মনজুর আলম
২৮ ফেব্রুয়ারী সীতাকুন্ডে অনুষ্ঠিতব্য দা’ওয়াতে খায়র ইজতিমার প্রস্তুতি চলছে , বাড়বকুণ্ডে মাঠ পরিদর্শনে সাবেক মেয়র মনজুর আলম

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুন্ডের বাড়বকুণ্ডে দা’ওয়াতে খায়র ইজতিমার মাঠ পরিদর্শন করেছেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। তিনি বলেন, এ ইজতিমায় স্মরণকালের শ্রেষ্ঠ জমায়েত হবে ২৮ ফেব্রুয়ারী বাড়বকুণ্ড হাইস্কুল মাঠে। ধারণা করা যায় রেকর্ড সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান ইজতিমায় জড়ো হবেন।

আয়োজকরা বলেন, ব্যতিক্রম এ ইজতিমায় বিশেষভাবে আয়োজন হলো প্রশ্ন উত্তর পর্ব। কোরআন-সুন্নাহর আলোকে বিজ্ঞ ওলামা-মাশায়েখগণের নছিহতসহ নানা আয়োজন থাকবে ইজতিমায়।

গত ১৯ ফেব্রুয়ারী ইজতিমার মাঠ পরিদর্শনে যান চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম এবং কেন্দ্রীয় গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ। পরে মাঠে দা’ওয়াতে খায়র ইজতিমা প্রস্তুতি কমিটি সীতাকুণ্ড উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় গাউসিয়া কমিটির মতবিনিময় সভা মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির মহাসচিব শাহজাদ ইবনে দিদার, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, এ কে এম জাফর উল্লাহ, সালামত উল্লাহ, আবদুল মালেক, মোবারক হোসেন সওদাগর, মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, খোরশেদ আলম, মনজুর এলাহী, ইঞ্জিনিয়ার রফিক উদ্দীন আহমদ, জয়নাল আবেদীন সুজা, কামাল উদ্দিন, নুরুল আমিন, মাওলানা মুজিব উদ্দিন, আলাউদ্দিন, গিয়াসুদ্দীন সোহেল, মাওলানা ফখরুদ্দিন, নেচার উদ্দিন, শাখাওয়াত হোসেন, রমজান আলী রুবেল, আলি আকবর প্রমুখ। সভায় আলোচকবৃন্দ ইজতিমায় সকলকে যোগদানের জন্য আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।