সৌদি সরকারের বিশেষ সুযোগ আটকে পড়া ওমরাহ যাত্রীদের জন্য

সৌদি সরকারের বিশেষ সুযোগ আটকে পড়া ওমরাহ যাত্রীদের জন্য
সৌদি সরকারের বিশেষ সুযোগ আটকে পড়া ওমরাহ যাত্রীদের জন্য

আন্তর্জাতিক ডেস্ক।।

কারোনাভাইরাসের কারণে যে সমস্ত ওমরাহ হজ যাত্রী সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দায় আটকা পড়ে আছেন তাদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার।

আটকেপড়া ওমরাহ হজ যাত্রীদের সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সৌদি পাসপোর্ট অধিদপ্তর আগামী ২৮ মার্চ ২০২০ এর মধ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ই-সার্ভিসের (eservices.haj.gov.sa) মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

সৌদি সরকারের সিভিল এভিয়েশন কর্তৃক আন্তর্জাতিক সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কারণে যে সমস্ত ওমরাহ হজ যাত্রী দেশটিতে আটকা পড়েছেন তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা নিয়েছে দেশটির প্রশাসন।

উল্লেখিত সময়ের মধ্যে আটকে পড়া ওমরাহ যাত্রীগণ আবেদন করলে সৌদি হজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ এসব ওমরাহ যাত্রীগণকে কোনো প্রকার জরিমানা ছাড়াই বিমানের টিকিট স্থানীয় ট্রান্সপোর্টেশনসহ স্ব-স্ব দেশে প্রেরণের সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদনকারী ওমরাহ হজ যাত্রীগণের নিবন্ধিত মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফ্লাইটের সময়সূচিসহ বিস্তারিত জানানো হবে।

উল্লেখিত সময়ে আবেদন না করতে পারলে নির্দিষ্ট জরিমানা ও সৌদি আইন লঙ্ঘনে শাস্তিযোগ্য অপরাধী হিসেবে গণ্য করা হবে।