সীতাকুন্ডে প্রথম টিকা নিলেন আলহাজ্ব দিদারুল আলম এম পি

সীতাকুন্ডে প্রথম টিকা নিলেন আলহাজ্ব দিদারুল আলম এম পি
সীতাকুন্ডে প্রথম টিকা নিলেন আলহাজ্ব দিদারুল আলম এম পি

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে টিকা দিয়ে এর কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম।

উদ্বোধনী দিনে জন ৫০ করোনা টিকা গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরুউদ্দিন এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সীতাকুণ্ড পৌর মেয়র বদিউল আলম, মডেল থানার ওসি আবুল কালাম,সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর, নাজীম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, পৌর কাউন্সিল জুলফিকার আলী শামীম, উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোঃ ইদ্রিস, আওয়ামিলীগ নেতা খায়রুল আজম জসিম, মোঃ আলাউদ্দিন, ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলান।

উল্লেখ্য সীতাকুণ্ডে ২৩ হাজার ২৪৪ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে।