সীতাকুন্ডে রাতের আঁধারে অর্ধশত গাছ কাটলো দুর্বৃত্তরা

সীতাকুন্ডে রাতের আঁধারে অর্ধশত গাছ কাটলো দুর্বৃত্তরা

সীতাকুন্ড প্রতিনিধি।। 

সীতাকুন্ড পৌরসদর উত্তর বাইপাস এলাকায় রাতের আঁধারে অর্ধশত গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে আলি ডেন্টালের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়রী করে আলি ডেন্টালের পরিচালক ডা. মো সেলিম।
জানা যায়, পৌরসদরের উত্তর বাইপাসে রাস্তার পাশে বনজ, ফলজ ও ঔষুধি বৃক্ষের বাগান করে আলি ডেন্টালের পরিবার। বাড়ির সামনে পতিত জায়গার উপর রোপিত গাছগুলো আকৃতি বড় হয়ে সুন্দর্য বর্ধন করছে। এ অবস্থায় কোনো প্রকার কারন ছাড়া রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে থানায় একটি সাধারন ডায়েরি  রজু করা হয়।
বাগান মালিক ডা. সেলিম উদ্দিন বলেন,‘ ভোগ দখলীয় জায়গার উপর শখের বশে বাগানটি করা হয়েছে। বাগানটিতে বনজ-ফলজ ও ঔষুধী গাছের প্রায় ১’শ গাছের চারা রয়েছে। এরমধ্যে রাতের অন্ধকারে র্দুবৃত্তরা ছোট-বড় অর্ধশত গাছ কেটে ফেলেছে বলে জানান তিনি।
তিনি আরও জানান কেউ শত্রুতাবসত বা জায়গাটি দখল করতে গাছ কাটার ঘটনাটি ঘটিয়েছে।