সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ২শ অসহায়কে খাবার বিতরন

সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ২শ অসহায়কে খাবার বিতরন
সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ২শ অসহায়কে খাবার বিতরন

রাফি চৌধুরী, সীতাকুণ্ড , চট্টগ্রাম।।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন সাফল্যের সাথে এক বছর শেষ করে দ্বিতীয় বছরে পদার্পন করেছে। প্রথম বর্ষপূর্তী অনুষ্ঠানে সীতাকুণ্ডে ২ শতাধিক অসহায় নারী, পথশিশু ও মানসবিক প্রতিবন্ধী পাগল বন্ধুদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

সোমবার (২৬ মার্চ) দুপুরে ও রাতে ২ দফায় খাবারগুলো বিতরন করা হয়। এছাড়াও সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদস্যদের মিলনমেলা ও খেলাধুলার মধ্য দিয়ে শেষ করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

করোনাকালীন বিবেচনায় সীমিত আকারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর যুগ্ন আহ্বায়ক মোঃ জসিম উদ্দীন। প্রতিষ্ঠাবার্ষিকীর কথা শুনে অনুষ্ঠান স্থলে ছুটে যান সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি ও সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দীনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগন। যারাই স্ব-শরীরে উপস্থিত হয়ে, ফেসবুক, ম্যাসেঞ্জারে শুভেচ্ছা জানিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের যুগ্ন আহ্বায়ক মোঃ মোনাফ ও সদস্য সচিব সঞ্জয় কুমার দাশ।

খালেদ / পোস্টকার্ড ;