সংগ্রামী এক বাবার গল্প,কাঁপাচ্ছে ফেসবুক!

সংগ্রামী এক বাবার গল্প,কাঁপাচ্ছে ফেসবুক!
সংগ্রামী এক বাবার গল্প,কাঁপাচ্ছে ফেসবুক!

সোশ্যাল মিডিয়া ডেস্ক ।।

শিশুরা ছোট থেকে বড় হয় তার বাবা-মা’র হাত ধরে। গুঁড়ি গুঁড়ি পায়ে বাবার হাত ধরে তারা হাটতে শেখে। এরপর সেই সন্তানকে বড় করে তোলার পেছনের কতই না কষ্ট করেন একজন বাবা-মা। 

তবে আজকে আমরা গল্প বলবো এমন এক বাবার, সবাই কি এমন হয়!? 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) ভাইরাল হয়েছে এমন এক বাবার ছবি। যা দেখে অসংখ্য মানুষকে ভাবাচ্ছে ফেসবুক। 

এটি মূলত চট্টগ্রামের এক বাবার ছবি। গত বুধবার (৮ ডিসেম্বর) ফেসবুকে এটি ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা গেছে, এক বাবা ও তার শিশু সন্তান। যেটি দেখে নেটদুনিয়ায় একটাই মত, সব বাবা বুঝি এমনই হয়। 

ছবিতে দেখা যায়, এক রিক্সাচালক বাবা। তিনি চালাচ্ছেন রিক্সা। তার কোলে গলা জড়িয়ে আছে তারই ছোট্ট শিশু। আর এই ছবি ফেসবুকে শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। 

ছবিটি তুলেছেন উমার মুসান্না নামে একজন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিএসইর শিক্ষার্থী। ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, Sweetest thing you will see today।

জানা গেছে, এই ছবিটি তিনি চট্টগ্রামের আগ্রাবাদ বড়পুল থেকে তুলেছেন।