রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলনের ঘোষণা

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলনের ঘোষণা
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলনের ঘোষণা

পোস্টকার্ড ডেস্ক ।।

পাটকলগুলোর শ্রমিক-কর্মচারীদের স্বেচ্ছা অবসরে পাঠিয়ে পিপিপির আওতায় চালুর সরকারি ঘোষণার মধ্যে কয়েকটি দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি দিয়েছেন খুলনার পাটকল শ্রমিকরা। রোববার দুপুরে নগরীর খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ। খবর বিডিনিউজের।

এর আগে শনিবারও খুলনা অঞ্চলের নয়টি পাটকলের গেইটে শ্রমিক সমাবেশ করেন তারা। তাদের দাবির মধ্যে রয়েছে নতুন আধুনিক মেশিন স্থাপন, পাট ক্রয়ে অর্থ বরাদ্দ ও উৎপাদন অব্যাহত রাখা। রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলের পায় পঁচিশ হাজার স্থায়ী শ্রমিককে স্বেচ্ছা অবসরে (গোল্ডেন হ্যান্ডশেক) পাঠানোর সিদ্ধান্তের কথা জানান।

সিবিএ নেতা আব্দুল হামিদ জানান, শ্রমিকদের কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিলগেটে সন্তানদের নিয়ে অবস্থান ধর্মঘট, মঙ্গলবার দুপুর ২টা থেকে বুধবার দুপুর পর্যন্ত মিলগেটে শ্রমিক-কর্মচারীদের অবস্থান। এরপরও দাবি আদায় না হলে বুধবার দুপুর থেকে পরিবার-পরিজন নিয়ে আমরণ অনশন করবেন বলে ঘোষণায় বলেন সরদার আব্দুল হামিদ।