বাংলাদেশকে পোশাক শিল্প খাতে বিশ্বে সম্মানিত করেছেন নাসির উদ্দিন : ভূমিমন্ত্রী জাবেদ

বাংলাদেশকে পোশাক শিল্প খাতে বিশ্বে সম্মানিত করেছেন নাসির উদ্দিন : ভূমিমন্ত্রী জাবেদ
বাংলাদেশকে পোশাক শিল্প খাতে বিশ্বে সম্মানিত করেছেন নাসির উদ্দিন : ভূমিমন্ত্রী জাবেদ

পোস্টকার্ড ডেস্ক ।।

প্যাসিফিক গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নাসির উদ্দিন পোশাক শিল্প খাতে বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, সকলের সাথে বন্ধুর মতো মিশতেন তিনি । দেশের ও মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল। তার সেই ভালোবাসা তাকে স্মরণীয় করে রাখবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, তৈরি পোশাক শিল্পের নক্ষত্র ছিলেন নাসির উদ্দিন। কারখানায় তিনি কমপ্লায়েন্সের সবকিছু শতভাগ বাস্তবায়ন করেছিলেন। সব কর্মকর্তা-কর্মচারীকে পরিবারের মতো আগলে রেখেছিলেন। কারখানার অনেক শ্রমিককে তিনি এশিয়ান উইমেন ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পড়িয়েছেন, এটি অনুকরণী।

বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি এস এম আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংসদ সদস্য এম এ লতিফ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সাবেক পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী কমিশনার ডা. রাজীব রঞ্জন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান, ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, এ কে খান এন্ড কোম্পানির চেয়ারম্যান সালাহউদ্দীন কাশেম খান, চট্টগ্রাম চেম্বারের সাবেক সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, বেপজার নির্বাহী পরিচালক মশিউদ্দিন বিন মেজবাহ, বেপজিয়ার সভাপতি শাহাদাত মোশাররফ খান, বেপজার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, মো. নাসির উদ্দিনের জ্যেষ্ঠ সন্তান সৈয়দ মোহাম্মদ তানভীর স্মরণসভায় স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে ইন্তেকাল করেন শিল্পপতি মো. নাসির উদ্দিন। তিনি ১৯৫০ সালের ৫ ডিসেম্বর সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের দক্ষিণ ছলিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

খালেদ / পোস্টকার্ড;