বাংলাদেশী আমেরিকান ওমেন ফর প্রগ্রেস'র কমিটি গঠন

বাংলাদেশী আমেরিকান ওমেন ফর প্রগ্রেস'র কমিটি গঠন

পোস্টকার্ড প্রবাস ডেস্ক ।।

‘বাংলাদেশী-আমেরিকান ওমেন ফর প্রগ্রেসে' এর প্রথম কমিটি গঠিত হয়েছে ২২ আগষ্ট, শনিবার, জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। 

বাংলাদেশের নারীদের ক্ষমতায়নে ও অধীকার রক্ষার্থে ও ইমিগ্রেন্ট মহিলাদের অধীকার আদায়ে কাজ করার লক্ষ্যে প্রবাসে গঠিত সংগঠনটির রেজিস্ট্রেশন এই বছরের মার্চ মাসে হলেও আনুষ্টানিক ঘোষনা দেয়া যায়নি গত পাঁচ মাসে। করোনা মহামারী জনিত কারনে সকলে একত্রিত হবার কোন উপায় না থাকায় এতোদিন কার্য্যক্রম স্থগিত ছিল।

সংগঠনের স্থপতি মনিকা রায় চৌধুরীর নেতৃত্বে ইমিগ্রেন্ট মহিলাদের অধীকার আদায়ে কাজ করার লক্ষ্যে ২২ আগষ্ট আত্মপ্রকাশের এক আনুষ্টানিক সভায় এই সংগঠনের মুল আদর্শ উদ্দ্যেশ নিয়ে ১১ জন বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। বাংলাদেশের নারীদের ক্ষমতায়নে ও অধীকার রক্ষার্থে এই প্রবাসে গঠিত  ‘বাংলাদেশী-আমেরিকান ওমেন ফর প্রগ্রেসে'র কমিটির পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছেন মণিকা রায় চৌধুরী । তিনি বাংলাদেশের নারীদের ভবিষ্যত গড়তে সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন ।

কমিটিতে যারা রয়েছেন- সভাপতি : মনিকা রায় চৌধুরী, সহ সভাপতি : ডা: নার্গিস রহমান, সহ সভাপতি : মোমতাজির বাবলী, সাধারন সম্পাদক : আলিয়া ফেরদৌসি, সহ-সাধারন সম্পাদক : মনিকা দাস, কোষাধক্ষ্য : ভারতী রায়, শিক্ষা সম্পাদক : সুরাইয়া আলী, দপ্তর সম্পাদক : লিপি রায়, সাংগঠনিক সম্পাদক : মালিহা মান্নান, কার্যকরী সদস্য : মান্তাহা মান্নান ও তাছিমা মান্নান।