পর্যটকদের জন্য সীতাকুণ্ডে ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প করা হবে : মুসলিম উদ্দিন

পর্যটকদের জন্য সীতাকুণ্ডে ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প করা হবে : মুসলিম উদ্দিন
পর্যটকদের জন্য সীতাকুণ্ডে ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প করা হচ্ছে : মুসলিম উদ্দিন

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডে পর্যটকদের কথা মাথায় রেখে পৌরসদরের কাতার টাওয়ার এ শুক্রবার সন্ধ্যায় হোটেল 99 (আবাসিক) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   

এসময় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম উদ্দিন (পিপিএম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নাগরিক সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মো.গিয়াস উদ্দীন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম'র সাধারণ সম্পাদক লায়ন মো:নাসির উদ্দীন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী সহ অন্যরা।

ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম উদ্দিন (পিপিএম) বলেন, সীতাকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পর্যটকদের নিরাপত্তার নিচ্ছিতে  সীতাকুণ্ডে অতি অল্পসময়ে  ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প করা হবে।

হোটেল কতৃপক্ষ জনান, অল্প খরচে পর্যটকরা হোটেলে রাত্রী যাপন করতে পারবে। একই সাথে পর্যটকদের জন্য ট্যুরিস্ট গাইড ও গাড়ির সুবিধা রেখেছে হোটেল কতৃপক্ষ। পুরো হোটেল ৩৫ টি  সিসি ক্যামেরা দ্বারা তদারকি করা হচ্ছে ২৪ ঘন্টা। ওয়াইফাই সুবিধা সহ খাবারের ব্যবস্থা ও রেখেছেন কতৃপক্ষ ।