দেশে বৈধ বেসরকারি হাসপাতাল ৬%

দেশে বৈধ বেসরকারি হাসপাতাল ৬%
দেশে কাগজে-কলমে বৈধ বেসরকারি হাসপাতাল ৬%

পোস্টকার্ড নিউজ ।।

সম্প্রতি দেশের অনিবন্ধিত হাসপাতালের সংখ্যা নিয়ে পিলে চমকানো এক তথ্য দিয়েছে আইসিডিডিআর,বি (উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) দিয়েছে।

আইসিডিডিআর,বি -এর এক গবেষণা বলছে, দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে শুধু ৬ শতাংশ প্রতিষ্ঠানের কাগজে-কলমে বৈধ নিবন্ধন রয়েছে। এমনও কিছু বেসরকারি হাসপাতাল রয়েছে, যারা নিবন্ধনের জন্য কখনোই আবেদন করেনি, তা প্রায় ১৪ শতাংশ (১৬১টি)।

গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে আইসিডিডিআর,বি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই গবেষণা উপাত্ত তুলে ধরেন প্রতিষ্ঠানটির ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশনের (এমসিএইচডি) জ্যেষ্ঠ পরিচালক ডা. শামস এল আরেফিন।

২০১৯-২০ সালে এই গবেষণা পরিচালনা করা হয়। তবে ২০২২ সালে এসে সেই পরিস্থিতির পরিবর্তন হতেও পারে বলে জানিয়েছে আইসিডিডিআর,বি।

খালেদ / পোস্টকার্ড ;