থাই রাজার ২০ উপপত্নী নিয়ে সেলফ আইসোলেসনে, সমালোচনার ঝড়

থাই রাজার ২০ উপপত্নী নিয়ে সেলফ আইসোলেসনে, সমালোচনার ঝড়

পোস্টকার্ড ডেস্ক ।।

করোনাভাইরাসে পৃথিবী এক ক্রান্তিকাল পার করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজা-রানি ও মন্ত্রী-প্রধানমন্ত্রীরাও রেহাই পাচ্ছেন না।

এ সময় ২০ জন উপপত্নীসমেত থাই রাজার আইসোলেশনে থাকা নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় বইছে। এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।

জানা গেছে, করোনার থাবা পড়েছে এশিয়ার দেশ থাইল্যান্ডেও। থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৮৮ জনে মানুষ। মারা গেছেন ৭ জন। এমন পরিস্থিতিতে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে 'সেলফ আইসোলেসনে' আছেন। সঙ্গে ২০ জন উপপত্নীসহ আরও অনেক লোকবল রয়েছে। রয়েছে বেশ কয়েকজন চাকরবাকর। তবে থাই রাজার ৪ জন পত্নীর কেউ আছেন কি না, তা জানা যায়নি।

এ নিয়ে থাইল্যান্ডে সমালোচনার ঝড় বইছে। নেটিজেনরা তাদের রাজাকে নিয়ে নানা সমালোচনা করছেন। রাজাকে কটু মন্তব্যও করছেন অনেক সাধারণ মানুষ। যদিও থাইল্যান্ডের আইনে রাজার সমালোচনা করলে ১৫ বছরের জেলের বিধান রয়েছে। তবুও সাধারণ মানুষ রাজার এমন কাজ মেনে নিতে পারেন নি। রাজার এমন কাণ্ডে বিস্মিত হয়েছেন থাইল্যান্ডবাসী।