খালেদ সরফুদ্দীন এর প্রথম গল্পগ্রন্থ এখন একুশের বইমেলায়

খালেদ সরফুদ্দীন এর প্রথম গল্পগ্রন্থ এখন একুশের বইমেলায়

মেজবাহ খালেদ ।।

পোস্টকার্ডবিডি.কম এর প্রধান সম্পাদক বিশিষ্ট ছড়াকার লেখক খালেদ সরফুদ্দীন এর প্রথম গল্পগ্রন্থ " নীলছায়া" ছাড়াও আরো বেশকিছু বই এখন একুশের বইমেলা ২০২০ এ পাওয়া যাচ্ছে।

যুক্তরাস্ট্র প্রবাসী কবি, সাংবাদিক,লেখক, ছড়াকার  পোস্টকার্ডবিডি.কম এর প্রধান সম্পাদক , ইউ এস বাংলা নিউজ২৪.কম এর নির্বাহী সম্পাদক খালেদ সরফুদ্দীন এর প্রথম উপন্যাস নীলছায়া পাওয়া যাচ্ছে অমর একুশে বই মেলায়। প্রজ্ঞালোক প্রকাশনী গ্রন্থটি প্রকাশ করেছেন। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন কাওছার মাহমুদ ।

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর গ্রামে লেখকের জন্ম । লেখালেখি শুরু বাংলাদেশে থাকতেই আশি দশকের শুরুর দিক থেকে। আশির দশকের জনপ্রিয় শিশু সংগঠক , ছড়া সাহিত্যিক ও কবি। সরফুদ্দীন খলেদ জসিম নামেই লিখতেন স্কুল জীবন থেকে । প্রথম লেখা প্রকাশিত হয় স্বাধীন বাংলার প্রথম দৈনিক আজাদী'র আগামীদের আসরে । নিয়মিত ছড়া, কবিতা লিখতেন ছোট কাগজ, স্থানীয় এবং জাতীয় পত্রিকাতে। পাশাপাশি ছিল সাংবাদিকতাও।

একজন সুস্থ চিন্তার মুক্তমনের মানুষ হিসেবে খেলাঘর , কচিকাঁচার মেলা , চাঁদের হাট ,কেন্দ্রীয় শাপলা কুঁড়ির আসর এবং সর্বশেষ কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাথে জড়িত ছিলেন । 

প্রচন্ড অভিমানী ও আত্মকেন্দ্রীক কবি আজানা এক রহস্যময় কারণে দীর্ঘদিন লেখলেখি থেকে বিরত ছিলেন ।তাঁকে নোতুন ভাবে উপস্থাপন করেন , প্রখ্যাত নাট্য নির্দেশক  আবু সাঈদ রতন । 

ইতিমধ্যে তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ যথাক্রমে , আগামী বৈশাখে রাঙাবো তোমায় (২০১৩) , তুমার মুখে ফুলচন্দন তুমি আমার আমি (২০১৪), ফুলেল স্বাক্ষী ফুলের বাগানে (২০১৫), বন্ধু মানে কি বন্ধু জানে কি (২০১৬), স্বপ্ন শিকারীদের অরণ্যবিহার (যৌথ কবিতার বই - ২০১৬), কুটুম কুটুম (২০১৭), বশীকরণ তাবিজ কথা (২০১৮)।