করোনায় চট্টগ্রামে তিনজনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৯ জন

করোনায় চট্টগ্রামে তিনজনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৯ জন
ফাইল ছবি।

পোস্টকার্ড ডেস্ক ।।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে তিনজন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনারোগী শনাক্ত হয়েছে ১১৯ জন। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৬০ শতাংশ।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৩৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮১৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজন নগরের ও দুজন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫১ জন নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৮৪ জন। আগের দিন বুধবার চট্টগ্রামে করোনায় একজন মারা যান। এদিন ১ হাজার ১৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১১৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল প্রায় ১০ শতাংশ।