আল্লামা শফির খুনিদের বিচার চাই, খুনি কে ? - নূরুন্নবী আলী

আল্লামা শফির খুনিদের বিচার চাই, খুনি কে ? - নূরুন্নবী আলী
আল্লামা শফির খুনিদের বিচার চাই, খুনি কে ? - নুরুন নবী

নূরুন্নবী আলী ।।

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি সাহেবের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন চলছে - বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা দুটি ধারায় বিভক্ত আলিয়া ও কওমী - সারা বাংলাদশের কওমী ধারার মাদ্রাসাগুলো চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা আহমদ শফি সাহেবের নেতৃত্বেই পরিচালিত হয়ে আসছিলো ! কওমী ধারার মাদ্রাসাগুলো যুগে যুগে স্বতন্ত্রভাবে বেসরকারি হিসেবে চলতো - ধর্মপ্রাণ মানুষের চাঁদা , দান ছদকা ও কিছু ইসলামী রাষ্ট্রের অনুদানই ছিল আয়ের উৎস ! আলিয়া মাদ্রাসা গুলো সরাসরি অনুদান / সরকারি কারিক্যুলাম অনুযায়ী চলে ,,

২০১০ সালে ইসলামী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ হল হেফাজতে ইসলাম ! আমির আল্লামা আহমদ শফি সাহেবের নেতৃত্বে ছোট বড় বেশ কিছু ইসলামী রাজনৈতিক দলও হেফাজতের এলায়েন্সে যোগ দিলেও হেফাজত ইসলাম কোন রাজনৈতিক দল নয় বলে দাবি করা হল ! অল্প সময়ে বিপুল জনপ্রিয় হেফাজতের উপর দৃষ্টি পড়ল জামাতের , শুরু হল রাজনীতির খেলা ! ৫ ই জানুয়ারি সেই কথিত নাস্তিক বিরোধী সমাবেশের বিশাল আয়োজনের নেপথ্যে ছিল জামাতে ইসলামী - সেই সময়ে আন্দোলনের নানা প্রস্তুতি সভার গোপন বৈঠকে জামাত ও শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিল তা বিভিন্ন পত্র পত্রিকায় এসেছিল ! সমাবেশ পরবর্তীতে হেফাজতের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে না হলেও কর্মী সমর্থকদের মাঝে জামাতের বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা অব্যাহত ছিল !!

রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে কওমী মাদ্রাসাগুলো সরকারি কারিক্যুলামে যুক্ত করতে চেয়েছিলেন - অতঃপর সনদ দিয়ে কওমী জননী উপাধি ও আশীর্বাদ নিয়ে সরকার বিরোধী নানা ষড়যন্ত্র , আন্দোলন সংগ্রাম সব কিছুতে পানি ঢেলে দিলেন ! এতে জামাত বিএনপি বেজায় ক্ষিপ্ত হলেন এমনকি হেফাজতের কর্মী সমর্থকদের বিরাট একটি অংশও যে খুশি নয় তা স্পষ্ট বুঝা যায় ! এবার লাইম লাইটে চলে এলেন আল্লামা আহমদ শফি পুত্র আনাস মাদানী ! হাটহাজারী মাদ্রাসার সাম্প্রতিক আন্দোলন প্রতিবাদের সর্বশেষ পরিণতি আল্লামা আহমদ শফি সাহেব কে পরিচালক পদ হতে জোর পূর্বক অব্যাহতি ও আনাস মাদানী কে শারীরিকভাবে লাঞ্ছনা করে অপসারণ ! মাত্র দুই দিনের মাথায় আল্লামা শফি সাহেব হাসপাতালে চিকিৎসারত অবস্থাতে মারা গেলেন - আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন , আমীন ,,, তবে উনার মৃত্যু পরবর্তী গুঞ্জনের ডাল পালা আরো বেশি বিস্তৃত হচ্ছে ,,, হেফাজতে ইসলামী রাজনীতিতে নাই বললেও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর ছিল - এখন যারা সরকারি সনদের বিপক্ষে ছিল তাদের অবস্থান কি হবে ? হেফাজত কি তাহলে আবার স্বতন্ত্র ধারায় ফিরে যাবে ? নাকি বাংলাদেশের রাজনীতির কাঁদা মাটিতে হামাগুড়ি দেবে ? সঙ্গতকারণে অনেকগুলো যদি বা সম্ভবত দেখার পালা ! এক সময়ে মুফতি আমিনী পর্বের মতো আল্লামা আহমদ শফি পর্ব সমাপ্ত হল !! হাসপাতাল গেইটে স্লোগান হচ্ছে আল্লামা শফির খুনিদের বিচার চাই ,, খুনি কে ?

লেখক. প্রবাসী সাংবাদিক, লন্ডন ।